শুক্রবার, ৮ মে, ২০২০

মিনারের নিচে


মিনারের নিচে

তুমি কোথা আছো হে প্রিয়?
গ্রহ নয়, নক্ষত্রে নয়, অন্য কোথাও।
আমি বসে আছি এই পৃথিবীতে
যে আজ শেষপ্রায় মিনারের ভিড়ে।
আমি জানি সব বালি ও পাথর –
সমস্ত পৃথিবীই মিনার হয়ে যাবে।
তাই বলি এসো তুমিই এখানে।
আমাদের ঘর ভাঙে আমাদেরই নিরলস পরিশ্রমে।
ঘুমহীন নয়নে দিয়ে যাও শীতল পরশ।
তার পর শুরু হবে আমাদের নতুন সকাল।

বাঁশকান্দি
০৬-০৪-২০২০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন