সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

নিজের জন্য

একটু ভালবাসতে চাই।
তন্দ্রা ঝেড়ে উঠে বসে আয়নায় মুখ দেখতে চাই ।
প্রসাধনীর প্রাচুর্যে ধুয়ে মুছে যাক চামড়ার ছাই।
জটা ধরা চুল থেকে ঝেড়ে ফেলে দিতে চাই অনিচ্ছা সন্ন্যাস।
পোষাকে পদচারণায় শয়নগৃহে আসুক বিন্যাস।
একটু ভালবেসে দেখি নিজেই নিজেকে।
লাল ফুল খুঁজে পাব ঋতু ব্যতিরেকে।

30/10/2015

বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

মৃত্যুসংবাদ (কবিতা)



তুমি যখন আসবে
তখন ঘাস ফুটে যাবে কবরে।
শীতের শিশিরের সাথে মিশিয়ে দিও
একটি ফোঁটা প্রতিবিম্ব অশ্রু।
আমার বিশ্বময় আগুনের দাউদাউ
শান্ত হয়ে যাবে।
আমার স্বয়ংক্রিয় হাতে গড়ে ওঠা বিশ্ব
উঠে দাঁড়াবে প্রাণ ফিরে পেয়ে।
আরেক সহস্রাব্দের দিকে পা বাড়াবে
সেরে নিতে ফেলে রাখা কাজ।

৫ অক্টোবর ২০১৫ ফেসবুক পোস্ট