বুধবার, ২৩ জুন, ২০২১

প্রতিস্থাপন

জানি তুমি বটবৃক্ষের মতো
দুর্বল অথচ দৃঢ় পায়ে
আশ্রয় নিতে চাও এ গায়ে।
ক্ষতি নেই লাগে আপাতত।
তার পর তুমি ধীরে ধীরে
নিজেই় হয়ে ওঠো আশ্রয়,
সুজন কুজনের আলয়
মুখরিত কূজনের ভিড়ে।
আর ততক্ষণে আমি শেষ
আমি নিঃশেষ হয়েই যাই,
তোমার ফুলে ফলে চারায়
থাকে না আমার অবশেষ।
23/6/21
6:30 am

শুক্রবার, ১৮ জুন, ২০২১

মিনারের নীচে

 তুমি? কোথা আছো হে প্রিয়?

গ্রহ নয়, নক্ষত্র নয়, অন্য কোথাও।

আমি বসে আছি এই পৃথিবীতে,

যে আজ শেষ প্রায় মিনারের ভিড়ে।

আমি জানি, সব বালি, পাথর,

সমস্ত পৃতিবীই মিনার হয়ে যাবে।

তবু তুমি থেকে যাবে দূরে -- 

অনেক দূরে, নক্ষত্রের দেয়ালের ওপারে।

তাই বলি তুমি এসো এখানে।

আমাদের ঘর ভাঙে আমাদেরই নিরলস পরিশ্রমে।

ঘুমহীন চোখে দিয়ে যাও শীতল পরশ।

তারপর শুরু হবে আমাদের নতুন সকাল।


০৬/০৩/২০২০






অসীমের বাণী

তোমার সমস্ত প্রার্থনা এক অদৃশ্য বিন্দুতে রাখতে পারবে?

কী করে ভাবো যে আমার অদৃশ্য সুতো সেখানেই পড়বে?

তোমার উপাসনাস্থলে নষ্ট ধারণা উপচে পড়ছে।

নাস্তিকেরাও ভ্রমে, মোহে, অহঙ্কারে মূর্তি গড়ছে।

তোমাদের ঈশ্বরগুলো তো আমার শরীরের অংশমাত্র।

তোমার জ্ঞান-বিজ্ঞান এই শরীরের কয়েকটি কণায় ঘোরে ।

আমার অনন্ত অসীম শরীর কি শুধু তোমার জন্য?

তোমার একা খাওয়ার লোভ ভ্রান্তি মাত্র। 

তোমার দৃষ্টির বাইরের ভুবন তোমার কাছে আসবে।

এখন আবদ্ধ হও, তোমারই আত্মার দিকে যাত্রা করো।


৩০/০৩/২০২০

বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

দাবি

আমার বারান্দায় রোজই আসে মেঘ ছোঁয়া রোদ
তুমি সকালের আকাশটা নিয়ে এস একবার।
অথবা বিকেলে যখন পৃথিবী মঙ্গল হয়ে যায়
তখন হাতে তুলে দাও এক টুকরো লাল মেঘ।
অহঙ্কারী দুপুর যখন নিজেতে মশগুল তখন
চিলটাকে একেবারে কাছে এনে দাও।
বিরক্তিকর নক্ষত্র সব মুছে দিয়ে
মাঝরাতের অন্ধকারে তুমি এসো।

01/06/2014