রবিবার, ৩০ মে, ২০২১

চারাগাছ

 চারাগাছ

বুকের ভিতর যাদের ঠাঁই ছিল
তারা না বলে চলে যাচ্ছে।
একজনকে উপড়ে ফেলতেই
শূন্যস্থানে রক্তক্ষরণ হচ্ছে।
ভয় হয়, কোনদিন না বুক ফাঁকা
হয়ে যায় বটবৃক্ষের গোড়ার মতো।
ভয় হয়, কোনদিন এই বুক‌ই
যদি বটবৃক্ষ হয়ে ঘূর্ণির কবলে পড়ে।
কার সাথে বীরত্ব দেখাবো যুদ্ধ করে
শুধু অন্ধকারে হাতড়ে বেড়াই।
অদৃশ্য নিঃশব্দ শত্রু আমার
সূক্ষ্ম ব্যাপক বিস্তৃত অপরিচিত।
তবু অচেনা সাহসে ভর করে
চেনা রাস্তা ধরে ছুটে যাই।
যারা রাস্তার দুপাশে হাত দেখায়
তাদের বলে যাই ডেকে,
এখনও সময় আছে,
এই নাও তোমার চারাগাছ।
27/05/2021

বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

সুদিন এলে তবেই




 যেতে হবে, যেতে হবে, যাবোই তো

যাবোই তো, তবে এই ভাবে কেন? 

যেখানে বাতাসে জলে বিষ বইত

সেখানে গাছগুলো দেখে যাই যেন। 

যেদিন ফুসফুস সবুজ হয়ে উঠবে

গাছের পাতার মতন হেসে হেসে

নাকে সুগন্ধি ফুল ফুটবে,

সেদিন তারা ঘুমপাড়ানি শোনাবে এসে। 


20/05/2021