বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

ডাঃ কেনোয়ার

ডা. কুইন্টিন ডেলবার্ট কেনোয়ার। কিংবদন্তী ডাক্তার কেনোয়ার ছিলেন বাঁশকান্দি সংলগ্ন আলিপুরের বিএমসি হাসপাতালের কর্ণধার। বহু বছর পর তিনি এসেছিলেন আবার। এই সুযোগে আব্বার উদ্যোগে ফ্রি কোচিং ওয়ার্কশপ এর তরফ থেকে সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। সভার শেষে আমাদের ঘরে আপ্যায়নের ফাঁকে এই ছবি তোলা হয়েছিল। সঙ্গে রয়েছেন তাঁর দীর্ঘদিনের সহচর প্রয়াত ডাক্তার আব্দুল মতিন লস্কর। পেছনে দাঁড়িয়ে আমার পাশে আব্বা, সব আয়োজন করে আড়ালে থাকাটাই ছিল তাঁর স্বভাব। তিনজন‌ই চলে গেলেন ইহলোক ছেড়ে। আমার সঙ্গে আব্বার সহকারী বিজ্ঞান শিক্ষক সাজ উদ্দিন লস্কর, Mahmud H Barbhuiya , পেছনে দাঁড়িয়ে বিজন চক্রবর্তী। কয়েকদিন আগে এই ফটো পেয়েছি ভাতিজা Mamoon Barbhuiya র সৌজন্যে। 

মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

ছুটি মঞ্জুর


বিশ্বের সব অন্ধকার যেইখানে পড়ে,
সেখান থেকে তুমি কেন ডাকো আমারে।
তুমি তো জানোই, মাঝে মাঝে আমি ভীষণ পার্থিব।
অথবা মগ্ন থাকি সাধনায় দোকানে দোকানে।
একদিন কোন এক জটিল চক্রান্তে বিচ্ছেদ তোমার সাথে।
তপস্যা করেছি দশ মাস দশ দিন।
হাসির স্তুপে চাপা পড়ে গেছে আমার ক্রন্দন।
তারপর একদিনও যায়নি তোমায় না ভেবে।
রোজ ভাবি ফিরে যাই তোমার আঁচলে।
কিন্তু জানোনা তুমি, কী টান আছে চোখের ভাষায়, দাঁতের ঝিলিকে।
জানোনা চোখের জল আর দীর্ঘশ্বাস কী মায়া জানে।
পিঠ বেয়ে ঘাম ঝরে রক্তবিন্দু তার ওপর চড়ে।
তখন কান ভারি হয়ে আসে, শুনিনা ডাক।
তবে কারা যেন বলে গেল, কাজ শেষ হল, যেতে পারো।

১৪/৬/২০১৩

স্বাধীন প্রেম

ভালবাসা এক অধিকার বোধ,
কুক্ষিগত করে রাখার তুমুল প্রচেষ্টা,
নিজেকে ব্যাপ্ত করার নিগূঢ় ইচ্ছা,
নিজের অজান্তে ঘটে যাওয়া বিচক্ষণ চক্রান্ত,
শরীরের কণায় কণায় বৈজ্ঞানিক বিশ্লেষণ।

এবার ভালবাসা তুমি স্বাধীন হও,
সরে যাও, স্বার্থের পাঁজর থেকে মুক্ত হও।

২৬/৬/২০১৩