মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

ছুটি মঞ্জুর


বিশ্বের সব অন্ধকার যেইখানে পড়ে,
সেখান থেকে তুমি কেন ডাকো আমারে।
তুমি তো জানোই, মাঝে মাঝে আমি ভীষণ পার্থিব।
অথবা মগ্ন থাকি সাধনায় দোকানে দোকানে।
একদিন কোন এক জটিল চক্রান্তে বিচ্ছেদ তোমার সাথে।
তপস্যা করেছি দশ মাস দশ দিন।
হাসির স্তুপে চাপা পড়ে গেছে আমার ক্রন্দন।
তারপর একদিনও যায়নি তোমায় না ভেবে।
রোজ ভাবি ফিরে যাই তোমার আঁচলে।
কিন্তু জানোনা তুমি, কী টান আছে চোখের ভাষায়, দাঁতের ঝিলিকে।
জানোনা চোখের জল আর দীর্ঘশ্বাস কী মায়া জানে।
পিঠ বেয়ে ঘাম ঝরে রক্তবিন্দু তার ওপর চড়ে।
তখন কান ভারি হয়ে আসে, শুনিনা ডাক।
তবে কারা যেন বলে গেল, কাজ শেষ হল, যেতে পারো।

১৪/৬/২০১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন