বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

অজানা ভয়



অনেক অশ্রু, রক্ত, ঘাম ঝরে
কিছু শুকিয়ে যায়,
কিছু বৃষ্টি এলে হামাগুড়ি দিয়ে
গড়খাই, মদ্রি, বাদ্রি হয়ে
বরাকের জল পায়,

আমি সেই জল হাতে নিয়ে চীৎকার করি,
কেউ স্নান করে আনমনে,
কেউ মনে মনে হাসে

আসলে সবাই ভীষণ ভীত?

১৯/৫/২০১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন