তাড়াহুড়ো কিসের এত?
বড়লোক তাই?
বিদায় বিষাদ ঘুচেনি এখনো।
চোখের জল মুছেনি এখনো।
এখনো নাসায় তরল জমাট,
এখনো কণ্ঠে শ্লেষ্মার কপাট।
এখনো ঘর অগোছালো,
এখনো চুলায় জ্বলেনি আলো।
তারই মাঝে তুমি ফিরে এলে?
আসন পেতে দেবো কাকে ঠেলে?
ভাগ বসিয়েছ ভাঁড়ারে যখন
শুনতে তো হবেই কঠোর বচন।
তুমিও তো ছিলে না শুধুই কবি,
রাজ্য তো তোমার বিচিত্র ছবি।
ঘাম, অশ্রু, বীর্য, রক্ত
ঝরিয়ে তবেই পেয়েছ ভক্ত।
জীর্ণ আসনে বসবে এসো
সূক্ষ্ম কুশাগ্র বিঁধবে, বসো।
20/8/2018 (posted in Fb)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন