যে চলে যাচ্ছে তাকে যেতে দাও নির্বিঘ্নে।
আবার আসবে ফিরে ঠাঁই পেতে সাজানো আসরে।
তখন নাহয় দর কষাকষি করে দেখো।
সে আসরের অসীম শরীরে সীমিত আসন।
দর কষাকষি তো হবেই, হবে লেনদেনের হিসাব।
যোগ বিয়োগের খেলার পরেই আসন বন্টন।
স্তরে স্তরে সাজানো আসর সবার জন্যেই।
শুধু বেছে নিতে চাইলেই চড়া দর বলবে।
১৭/৮/২০১৮ খ্রীস্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন