মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

ফিরে এলে?

তাড়াহুড়ো কিসের এত?
বড়লোক তাই?
বিদায় বিষাদ ঘুচেনি এখনো।
চোখের জল মুছেনি এখনো।
এখনো নাসায় তরল জমাট,
এখনো কণ্ঠে শ্লেষ্মার কপাট।
এখনো ঘর অগোছালো,
এখনো চুলায় জ্বলেনি আলো।
তারই মাঝে তুমি ফিরে এলে?
আসন পেতে দেবো কাকে ঠেলে?
ভাগ বসিয়েছ ভাঁড়ারে যখন
শুনতে তো হবেই কঠোর বচন। 
তুমিও তো ছিলে না শুধুই কবি,
রাজ্য তো তোমার বিচিত্র ছবি।
ঘাম, অশ্রু, বীর্য, রক্ত
ঝরিয়ে তবেই পেয়েছ ভক্ত।
জীর্ণ আসনে বসবে এসো
সূক্ষ্ম কুশাগ্র বিঁধবে, বসো।

20/8/2018 (posted in Fb)

শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

অসীম আসরের আসন

যে চলে যাচ্ছে তাকে যেতে দাও নির্বিঘ্নে।
আবার আসবে ফিরে ঠাঁই পেতে সাজানো আসরে। 
তখন নাহয় দর কষাকষি করে দেখো।
সে আসরের অসীম শরীরে সীমিত আসন।
দর কষাকষি তো হবেই, হবে লেনদেনের হিসাব।
যোগ বিয়োগের খেলার পরেই আসন বন্টন।
স্তরে স্তরে সাজানো আসর সবার জন্যেই।
শুধু বেছে নিতে চাইলেই চড়া দর বলবে।

১৭/৮/২০১৮ খ্রীস্টাব্দ