রবিবার, ১৪ জুলাই, ২০২৪

যাচ্ছি, যাবো

যাচ্ছি যাবো। আমার এতো জলদিটা কই!
উঠতে যখন বলছ তখন চলে যাবই।
উঠে গেলেই চলতে হবে
জীর্ণ জীবন সলতে হবে।
একটু দেখি, আরও একটু দেখিয়ে যাই।
নিজের তাপে আরও একটু শুকিয়ে যাই।

১৪/৭/২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন